সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট নির্ধারিত ১০%

সময়: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ১১:৩৯:১৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি আগামী ছয় মাসের জন্য কূপণ রেট ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ০১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের জন্য বন্ডটির কূপণ রেট হবে বার্ষিক ১০ শতাংশ।

ডিএসইর তথ্যমতে, নির্ধারিত কূপণ রেট বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য হবে এই সময়কালে। কূপণ রেট ঘোষণার কারণে ২৭ আগস্ট ২০২৫ (বুধবার) বন্ডটির লেনদেনে কোনো মূল্যসীমা (সার্কিট ব্রেকার) কার্যকর থাকবে না।

সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড মূলত প্রাতিষ্ঠানিক ও যোগ্য বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের একটি সুযোগ, যা স্থায়ী মূলধন হিসেবে বিবেচিত হয়। এই ধরনের বন্ডে বিনিয়োগকারীরা নির্দিষ্ট হারে কূপণ সুবিধা পান।

 

Share
নিউজটি ১৩৪ বার পড়া হয়েছে ।
Tagged