নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস লিমিটেড-এর শেয়ারদর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ার কেনাবেচার আগে বিনিয়োগকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তাও প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।
বাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেয়ারদর বৃদ্ধির ব্যাখ্যা জানতে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কাছে লিখিতভাবে কারণ জানতে চেয়েছিল। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর বেড়ে চলেছে।
লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ আগস্ট বিবিএস কেবলসের শেয়ারদর ছিল ১৫ টাকা ৮০ পয়সা। আর ০৮ সেপ্টেম্বর লেনদেন শেষে সেটি বেড়ে দাঁড়ায় ২২ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ মাত্র ১৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা প্রায় ৪১ শতাংশ।
বিশ্লেষকদের মতে, কোনো ধরনের ঘোষণাযোগ্য তথ্য প্রকাশ না করেই কোনো কোম্পানির শেয়ারের এমন অস্বাভাবিক উত্থান সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলতে পারে। তাই ডিএসই সময়োপযোগীভাবে সতর্কবার্তা জারি করেছে।


