নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারী পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯২ পয়সা।
এ সময় কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৫ টাকা ৫১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল মাত্র ৪৮ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ২২ পয়সা।


