নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারকে আরও গতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগকারী-বান্ধব করতে প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইকুইটি সিকিউরিটিজের পাবলিক অফার) বিধিমালা, ২০২৫’–এর খসড়া নিয়ে ইস্যুয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন প্রতিষ্ঠানগুলোর তালিকাভুক্তির পথ সহজ ও নিয়ন্ত্রিত করতে এ নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া এগিয়ে চলছে।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সভা শুরু হয় সকাল ১১টায়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আইপিও নীতিমালার খসড়া চূড়ান্ত করার আগে স্টেকহোল্ডারদের বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় মতামত সংগ্রহের অংশ হিসেবেই এই সংলাপ আয়োজন করা হয়। আলোচনায় বাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, কোম্পানির প্রস্তুতিমূলক চ্যালেঞ্জ এবং বিনিয়োগকারী সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে সর্বাধিক আলোচিত প্রতিষ্ঠান ছিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। গ্রুপের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল, পরিচালক তানভির মোস্তফা এবং সিনিয়র ডিজিএম মোঃ আফজাল হোসেন— তিনজনই খসড়া আইপিও রুলসের বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত উপস্থাপন করেন। দ্রুত অনুমোদন, স্বচ্ছ তথ্যপ্রকাশ, ইস্যু ব্যবস্থাপনার কৌশল এবং আন্তর্জাতিক মান অনুসরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নের সুবিধা-অসুবিধা নিয়েও তারা বিশদ ব্যাখ্যা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার মোঃ আলী আকবর, ফারজানা লালারুখ, এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবের রহমান চৌধুরী। ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিদের মধ্যে অংশ নেন— ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিনান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের বিনিয়োগ পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন এবং ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মোঃ শাহ আলম মিয়া।
অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, চলমান আইন আধুনিকায়ন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর ক্ষেত্রে এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকল স্টেকহোল্ডারের মতামত পর্যালোচনা শেষে খসড়া আইপিও বিধিমালা দ্রুতই চূড়ান্ত পর্যায়ে নেওয়া হবে এবং সরকারি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে।


