আইপিও রেগুলেশন আধুনিকায়ন: খসড়া রুলস নিয়ে বিএসইসির বিস্তৃত আলোচনা

সময়: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৯:১৭:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় এবং বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এক পর্যালোচনা সভার আয়োজন করে।
সভায় ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’–এর খসড়া নিয়ে বিভিন্ন দিক আলোচনা করা হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি জানান, প্রস্তাবিত নতুন রুলসের মাধ্যমে আইপিও সংক্রান্ত বিধানগুলো আধুনিকীকরণ করা হয়েছে, যা বাজারে আসতে আগ্রহী কোম্পানিগুলোকে ন্যায্য মূল্য নির্ধারণ ও সঠিক ভ্যালুয়েশনের সুবিধা দেবে। একইসঙ্গে সরকারের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), সিনোভিয়া ফার্মা, নেভিয়ান লাইফ সায়েন্স, কর্ণফুলী গ্যাস, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, সিলেট গ্যাস ফিল্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা রুলসের খসড়া, সরাসরি তালিকাভুক্তি এবং প্রাসঙ্গিক আইনি–প্রশাসনিক বিষয়ে মতামত প্রদান করেন।

বৈঠকে চেয়ারম্যান আরও বলেন, নতুন রুলস কার্যকর হলে কোম্পানিগুলো আরও নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বমানের প্রক্রিয়ায় শেয়ারবাজারে আসার সুযোগ পাবে। এটি সামগ্রিকভাবে দেশের মূলধন বাজারকে আরও শক্তিশালী, আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে সহায়তা করবে।

Share
নিউজটি ৯৯ বার পড়া হয়েছে ।
Tagged