জাহিন স্পিনিংয়ের এজিএম সম্পন্ন

সময়: শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯ ৭:৩০:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ধানমন্ডি সুগন্ধা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসেববছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন বিনিয়োগকারীরা।
এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরিচালক নুসরাত জাহান, স্বতন্ত্র পরিচালক আব্বাস আলী খান, কোম্পানি সচিব মহিন উদ্দিন প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান বলেন, আমাদের কোম্পানিতে আকস্মিক একটি দুর্ঘটনা ঘটে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। খুব শিগগিরই এ ক্ষতি সমন্বয় করতে সক্ষম হবো বলে আশা প্রকাশ করেন তিনি।
সমাপ্ত হিসাববছরে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা। আগের বছরে যা ছিল ১ টাকা ৬ পয়সা। এ সময় শেয়ারপ্রতি সমন্বিত আয় দাঁড়িয়েছে ১২ টাকা ৮১ পয়সা। আগের বছরে যা ছিল ১৩ টাকা ১৮ পয়সা।

 

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩০ বার পড়া হয়েছে ।
Tagged