ইফাদ অটোস’র ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু

সময়: রবিবার, নভেম্বর ২৪, ২০১৯ ৭:৫৮:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড। এই বন্ডের নাম হবে ‘ইফাদ অটোস কুপন বেয়ারিং বন্ড’। যার মেয়াদ হবে ৫ বছর। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের ইস্যুও মাধ্যমে টাকা তুলবে কোম্পানিটি।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৪৭ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। ২০১৮ সালে কোম্পানিটি ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৪ কোটি ৭৯ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৩০ বার পড়া হয়েছে ।
Tagged