ব্লক মার্কেট

ব্লক মার্কেটে প্রায় ২৮৫ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, সেপ্টেম্বর ২, ২০২০ ৪:০৬:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০২ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির প্রায় ২৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, রেনেটা, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ডেসকো, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিকিউ বলপেন, ইবনে সিনা, কে অ্যান্ড কিউ, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, এম.এল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রেকিট বেনকিজার, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার, সী পার্ল বীচ, সাউথইস্ট ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড। ব্লকা মার্কেটে কোম্পানিগুলোর ২ কোটি ৭৬ লাখ ৫৮ হাজার ৩৮৫টি শেয়ার ৫৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮৫ কোটি ৬২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থাৎ ২৫৬ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৪ লাখ টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া উত্তরা ব্যাংকের ৬ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড কমার্মিয়াল ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার, শাহজিবাজার পাওয়ারের ৮ লাখ ৬৫ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার টাকার, সী পার্লের ২২ লাখ ৯৩ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ২৫ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৮ হাজার টাকার, রেকিট বেনকিজারের ১৯ লাখ টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ১০ লাখ ১৭ হাজার টাকার, পূবালী ব্যাংকের ২৫ লাখ ৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৮৯ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩০ লাখ ৭৫ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ৬৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৪৮ লাখ ৩৬ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ১৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৩৬ লাখ ৪০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৭ লাখ ৮৫ হাজার টাকার, ইবনে সিনার ৫ লাখ ৩৬ হাজার টাকার, জিকিউ বলপেনের ৩০ লাখ ৯৮ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৮ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৪৩ হাজার টাকার, ডেসকোর ৩৫ লাখ ৯০ হাজার টাকার এবং সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬০ বার পড়া হয়েছে ।
Tagged