শেয়ার দর কমার শীর্ষে শ্যামপুর সুগার

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০ ৪:৫২:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর কমার শীর্ষে অবস্থান করছে শ্যামপুর সুগার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২.৭০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৬৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ৯.৯০ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর কমার শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরএন স্পিনিংয়ের ৯.৬১ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৮.৭২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.৫১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৮.৩৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৮.১৬ শতাংশ, মেঘনা পিইটি’র ৮.০৪ শতাংশ, কেয়া কসমেটিকসের ৭.৪৬ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৭.২৭ শতাংশ এবং আইসিবি ইসলামী ব্যাংকের ৬.৮১ শতাংশ কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৮ বার পড়া হয়েছে ।
Tagged