২ কোম্পানির ১৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩, ২০১৯ ৭:৩৫:১৫ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির উদ্যোক্তা ১৭ লাখ ১৮ হাজার ১০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আবু হেনা মোস্তফা কামাল তার ধারণ করা মোট ৩১ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ারের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ১০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা খন্দকার মোহাম্মদ খালেদ তার ধারণ করা ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৮৬৫টি শেয়ারের মধ্যে ১০ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এসব শেয়ার বিক্রি করা হবে।

এদিকে আজ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা ৮০ পয়সা থেকে ১৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

প্রাইম ব্যাংকের প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৫ টাকা ৫০ পয়সা থেকে ২১ টাকায় ওঠানামা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৯৩ বার পড়া হয়েছে ।
Tagged