নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ২০ ডিলার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার শীর্ষস্থানে রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। আর দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগস্টে ডিলারের তৃতীয় স্থানে উঠে আসে এবি সিকিউরিটিজ লিমিটেড এবং চতুর্থ স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
তালিকায় ৫ম থেকে ১০ স্থানে ছিল যথাক্রমে- এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এপেক্স ইনভেস্টমেন্টসস লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এসএআর সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া তালিকার ১১তম থেকে ২০তম স্থানে রয়েছে- ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ভারটেক্স স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড এবং এএইচসি সিকিউরিটিজ লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান