পুঁজিবাজারে তালিকাভুক্ত জীবন বীমা খাতের ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামীকাল এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ কারণে লেনদেন বন্ধ করা হয়েছে। আগামী রোববার থেকে পুনরায় লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। আজ বুধবার স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে আজ প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৫৩ টাকা ৯০ পয়সা থেকে ৭৯ টাকা ১০ পয়সায় ওঠানামা করে।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৭৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৭১৫টি। ৩১ জুলাই ২০১৯ সাল পর্যন্ত পরিচালকদের কাছে রয়েছে ৩২.৮৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮.৯১ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩.৫৯ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৪.৬২ শতাংশ শেয়ার।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী