এজিএম ওইজিএমসহ সকল কার্যক্রম নির্ধারিত সময়ে করার নির্দেশ

সময়: বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০ ৪:০৭:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পূর্বের মতো নির্ধারিত সময়ে কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসআই) সকল কার্যক্রম এবং এজিএম ও ইজিএম করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

নির্দেশনা অনুযায়ী, পরিস্থিতির কথা বিবেচনা করে সকল কার্যক্রম কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে করতে পারবে। তবে এ ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীদের কোন স্বার্থ ক্ষুন্ন না হয় সেদিকে লক্ষ রাখার কথা বলা হয়েছে।

এ নির্দেশনার বিষয়টি তালিকাভুক্ত সব কোম্পানিকে জানিয়ে দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে এজিএম ও ইজিএমের পাশাপাশি কোম্পানির বোর্ড মিটিং ও মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ এবং প্রচারণার আইনি শর্তও শিথিল করেছিলো নিয়ন্ত্রক সংস্থা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮২ বার পড়া হয়েছে ।
Tagged