ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের আইপিও অনুমোদন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২০ ১১:২০:৪১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে আসছে প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটি নির্ধারিত মূল্য পদ্ধতির (Fixed Price Method) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৬ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এ লক্ষ্যে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

প্রি-ইঞ্জিনিয়ার্ড তথা স্টিল স্ট্রাকচারড বিল্ডিং প্রস্তুতকারী কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৬৫ কোটি টাকা। এর মধ্যে ৫৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে গত বছর। প্লেসমেন্টের মাধ্যমে এই মূলধন বাড়ানো হয়েছে।
আইপিও পরবর্তী সময়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়াবে ৯৫ কোটি টাকা।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন, যন্ত্রপাতি ক্রয় এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ১৯ টাকা ৮১ পয়সা।
৩০ জুন, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৯ পয়সা।
বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ১ টাকা ৪৭ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪০৫ বার পড়া হয়েছে ।
Tagged