নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় ও ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর সকাল ৯.৩০ মিনিটে ঢাকাস্থ বারিধারার ডিওএইচএস কনভেনশন সেন্টারে এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এদিকে আজ এ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে এ শেয়ারের দর ৮ টাকা থেকে ২৩ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। ২০১৮ সালে কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী