পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রেলিয়াম ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিএম এনার্জি (বিডি) লিমিটেডের সঙ্গে আজ একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী মেঘনা পেট্রেলিয়াম লিমিটেড বিএম এনার্জি (বিডি) লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি (অটোগ্যাস) ও রিফুয়েলিং তেল বিক্রি করবে। এতে প্রতি লিটার এলপি গ্যাস বিক্রির বিপরীতে মেঘনা পেট্রেলিয়াম ৫০ পয়সা করে পাবে।
বিএম এনার্জির (বিডি) ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও মেঘনা পেট্রোলিয়ামের ম্যানেজিং ডিরেক্টর মীর সাইফুল্লাহ-আল-খালেদ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এদিকে এদিকে কোম্পানির প্রতিটি শেয়ার আজ সর্বশেষ ১৯৪ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৭৮ টাকা থেকে ২৪৪ টাকায় ওঠানামা করে। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৫.৮৩ পয়েন্ট এবং হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ৬.৭৬ পয়েন্ট।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী