নিজস্ব প্রতিবেদক : শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সিইও ও এমডিরা শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
আজ বৃহস্পতিবার বিএসইসির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম এবং শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর সিইও ও এমডিরা উপস্থিত ছিলেন
সূত্র মতে, সিইও ও এমডিরা বর্তমান বাজার পরিস্থিতি এবং বাজারের সার্বিক বিষয় চেয়ারম্যানের নিকট তুলে ধরেন। এবং বিষয়গুলো নিয়ে চেয়ারম্যান সাথে আলোচনা করেন।
এবং বিএসইসি চেয়ারম্যান বিষয়গুলো নিয়ে যা যা করণীয় তা সব কিছু করার আশ্বাস দেন। এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য কাজ করবে বলে জানান।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান