নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে : বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৬ কোম্পানির প্রায় সাড়ে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো- বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, বারাকা পাওয়ার, স্কয়ার ফার্মা, এসকে ট্রিমস, সিঙ্গার বিডি, সী পার্ল, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এমএল ডাইং, লাফার্জহোলসিম, কোহিনুর কেমিক্যাল, আইএফআইসি, গ্রামীণফোন, ইস্টার্ন হাউজিং, ডিবিএইচ, ড্যাফোডিল কম্পিউটার্স, সিটি ব্যাংক, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং, অগ্রণী ইন্স্যুরেন্স এবং একটিভ ফাইন। কোম্পানিগুলোর ৭৪ লাখ ৪৯ হাজার ৬৮২টি শেয়ার ৫০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ৫২ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের।
এছাড়া স্কয়ার ফার্মার ১ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার টাকার, এসকে ট্রিমসের ৬ লাখ ২ হাজার টাকার সিঙ্গারের ১৫ লাখ ১০ হাজার টাকার, সী পার্লের ৭০ লাখ ৫৬ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৪ লাখ টাকার, প্রাইম ব্যাংকের ১ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৩ লাখ ৯৯ হাজার টাকার, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৯৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ২২ লাখ ৩৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৭ লাখ ৬ হাজার টাকার, আইএফআইসির ২ কোটি ৩২ লাখ ৪১ হাজার টাকার, গ্রামীণফোনের ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৫ লাখ ৮ হাজার টাকার, ডিবিএইচের ৯ লাখ ৫৮ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৬ লাখ ১২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৮ লাখ ৩ হাজার টাকার, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকোর ৩৭ লাখ ৬৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৯ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ১১ লাখ ৫০ হাজার টাকার এবং একটিভ ফাইনের ৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান