ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৪:৩৬:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭ কোম্পানির মোট ২৯ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- ইউনিলিভার কনজ্যুমার, রেনাটা লিমিটেড, গ্রামীণফোন, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, ইউসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ রেনাটা লিমিটেডের ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার, ইউসিবির ১ কোটি ৪২ লাখ ৬০ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৪০ বার পড়া হয়েছে ।
Tagged