সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেডের। আজ সোমবার (৮ জুন) অনুষ্ঠিত কোম্পানিটির ১১৬তম বৈঠকে পুনর্মূল্যায়ন রিপোর্ট অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে মতিন স্পিনিং মিলসের মোট সম্পদের মূল্য ১৬৬ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৩৬ টাকা। পুনর্মূল্যায়নে এই সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২২৭ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ১৪৫ টাকা। তাতে কোম্পানিটির পুনর্মূল্যায়ন পরবর্তী উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬১ কোটি ১৫ লাখ ৪১ হাজার ১০৯ টাকা।
পুনর্মূল্যায়নে মতিন স্পিনিং মিলসের সম্পদের মূল্য বেড়েছে ৩৬ দশমিক ৭৪ শতাংশ।
কোম্পানিটির জমির মূল্য ১০২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার ১৬২ টাকা। পুনর্মূল্যায়নে সম্পদের মূল্য ৩৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ৩৩৮ টাকা বেড়ে ১৩৫ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা হয়েছে।
অন্যদিকে বিভিন্ন স্থাপনাসহ বিল্ডিং এর মূল্য ৬৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৮৭৮ টাকা থেকে বেড়ে ৯১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৬৪৫ টাকা হয়েছে। পুনর্মূল্যায়নজনিত উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৭১১ টাকা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান