রিং সাইনের লভ্যাংশ ঘোষণা

সময়: বুধবার, নভেম্বর ২০, ২০১৯ ৬:৪৬:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের লেনদেনের অপেক্ষায় থাকা বস্ত্র খাতের কোম্পানি রিং সাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রে এ এ তথ্য জানা গেছে।
জানা যায়, সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন ২০১৯ তারিখে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৮ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৩ টাকা ১৭ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর।
অন্যদিকে প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৭০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৫০ পয়সা। এ সময় শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৩৪ বার পড়া হয়েছে ।
Tagged