নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ২ কোটি ৮০ লাখ ৭৯ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২৫০ কোটি ৮৫ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ১৬ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৪ কোটি ৭৭ লাখ ১ হাজার ১১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৬ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, ডেল্টা ব্রাক হাউজিং, স্কয়ার ফার্মা, বিডি ফিন্যান্স, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
দৈনিক শেয়ারবাজর পতিদিন/এসএ/খান