ম্যারিকো অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড জমা

স্পট মার্কেটে লেনদেন করবে ম্যারিকো

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:৫৩:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২০ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো (বাংলাদেশ) লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ ফেব্রুয়ারি এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (এপ্রিল-ডিসেম্ব ‘২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা।

 

Share
নিউজটি ৩০ বার পড়া হয়েছে ।
Tagged