নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির লেনদেন আগামীকাল স্থগিত থাকবে। কোম্পানি তিনটি হলো: নুরানী ডায়িং, সিলভা ফার্মা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নুরানী ডায়িং, সিলভা ফার্মা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। যে কারণে এসব কোম্পানির লেনদেন স্থগিত থাকবে। এর আগে সোম ও আজ মঙ্গলবার এ দুই দিন কোম্পানিগুলো স্পট ও ব্লক মার্কেটে লেনদেন করছে।
প্রসঙ্গত, নুরানী ডায়িং ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর।
সিলভা ফার্মা ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরে শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৪ নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী