নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ঢাকা ব্যাংকের উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট ব্যাংকের উদ্যোক্তা মিসেস রাখি দাশ গুপ্তা ৩ লাখ ৮৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী সাধারণ মার্কেট থেকে এ শেয়ার ক্রয় করা হবে।
এদিকে আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা ৬০ পয়সা থেকে ১৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮৫৩কোটি ২১ লাখ ২০ হাজার টাকা। বর্তমানে রির্জার্ভের পরিমাণ ৮৭১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৬.৮২ পয়েন্ট। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৭.৭৬ পয়েন্ট।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী