অন্তর্বর্তী সরকারের ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্ত টিকে রইল আদালতে

সময়: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৮:১১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে একীভূত করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার আদালত জানায়, এসব ব্যাংকের একীভূতকরণের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন সরাসরি খারিজ করা হয়েছে। ফলে গত ৯ অক্টোবর সরকারের অনুমোদিত একীভূতকরণের সিদ্ধান্ত কার্যকরই থাকছে।

আদালত জানায়, ব্যাংক রেগুলেশন অর্ডিন্যান্স-২০২৫ অনুযায়ী সম্পন্ন হওয়া এ প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের সুরক্ষার কোনো বিধান নেই—এ কারণেই রিটটি গ্রহণযোগ্য নয়। বিষয়টি রিটকারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন নিশ্চিত করেন। তিনি আরও জানান, তাঁর মক্কেল উচ্চ আদালতে আপিল করবেন কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়। শেয়ারবাজারে বিনিয়োগকারী শহীদুল ইসলাম ১৮ নভেম্বর রিটটি দায়ের করেছিলেন। শুনানিতে তাঁর পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহসিব হোসেন এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ।

আবেদনে প্রশ্ন তোলা হয়েছিল—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের বিদ্যমান শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থা এও জানায় যে পাঁচ ব্যাংকের সম্পদের মূল্য নেতিবাচক হওয়ায় নতুন একীভূত প্রতিষ্ঠানে তাদের কোনো শেয়ার বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংকের সম্পদ ও দায় ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে একীভূত করা হবে।

Share
নিউজটি ১০১ বার পড়া হয়েছে ।
Tagged