নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করার সিদ্ধান্ত জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
কোম্পানিটি জানায়, চলতি অর্থবছরে শেয়ার প্রতি ৮ পয়সা লোকসান হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ পয়সা।
আলোচ্য সময়ে অলটেক্সের শেয়ার প্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৬৩ পয়সা, যা পূর্ববর্তী হিসাববছরে ছিল মাইনাস ১ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৭৭ পয়সা।


