আর্টিফিশিয়াল কোয়াটার্জ প্রডাক্ট ইউনিট স্থাপনের সিদ্ধান্ত কাশেম ইন্ডাস্ট্রিজের

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২০ ১:৪৭:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ আর্টিফিশিয়াল কোয়াটার্জ প্রডাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি স্থানীয় বাজারজাত করার জন্য ১০০ ভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদন করবে। কাশেম ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি প্রাঙ্গন গড়াই টাঙ্গাইলে ইউনিট-১ স্থাপন করা হবে।
কোম্পানিটি বিএমআরই প্রকল্পের আওতায় সানস্টোন ইন্টারন্যাশনাল থেকে এলএলসি সহয়তা নেবে। প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯১ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার টাকা।
নতুন ইউনিট স্থাপনের পর কোম্পানিটির প্রথম বছরে কর পরিশোধের মুনাফা হবে ১৭ কোটি ৪৫ লাখ ৬১ হাজার টাকা।
কোম্পানিটি আশা করছে ২০২১ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২১ বার পড়া হয়েছে ।
Tagged