আয় কমেছে পিপলস ইন্স্যুরেন্সের

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৬:৩৬:২৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির পিপলস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৬ মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪ পয়সা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের ৬ মাসে কোম্পানিটির ইপিএস কমেছে ১৯ পয়সা বা ১৮ শতাংশ।
এদিকে কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৪ পয়সা। এ হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ৪ পয়সা বা ৯ শতাংশ।
কোম্পানিটির শেয়ার গতকাল সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৮ টাকায় লেনদেন হয় এ কোম্পানির শেয়ার।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৩ বার পড়া হয়েছে ।
Tagged