এনভয় টেক্সটাইলের ঋণ প্রস্তাব গ্রহণ

সময়: সোমবার, মে ১৬, ২০২২ ১২:৪৩:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ প্রস্তাব গ্রহণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় স্পিনিং ইউনিটের (ব্লেন্ডেড ইয়ার্ন প্রজেক্ট) জন্য স্পিনিং মেশিনারি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি ক্রয় ও ইনস্টলেশনের জন্য ১১ মিলিয়ন মার্কিন ডলারের দীর্ঘমেয়াদী ঋণের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে একটি প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানিয়েছে, দেড় বছরের গ্রেস পিরিয়ড সহ ৭ বছর পর্যন্ত মেয়াদের জন্য ঋণ প্রস্তাবটি এসেছে। ছয় মাস অন্তর কিস্তিতে উক্ত ঋণ পরিশোধ করতে হবে। যথাযথ চুক্তির শর্ত পূরণ এবং বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) অনুমোদন সাপেক্ষে এডিবি উল্লিখিত ঋণ বিতরণ করবে।

 

Share
নিউজটি ২০৬ বার পড়া হয়েছে ।
Tagged