জিবিবি পাওয়ারের ক্যাটাগরি পরিবর্তন

‘এ’ ক্যাটাগরিতে জিবিবি পাওয়ার

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০ ২:৫৫:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের জিবিবি পাওয়ার লিমিটেড লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আগামী ৩০ কার্যদিবস কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর ফলে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “এ” ক্যাটাগরির অধীনে আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত ইঝঊঈ উরৎবপঃরাব ঘড়. ঝঊঈ/ঈগজজঈউ/২০০৯-১৯৩/১৭৭ ধহফ ইঝঊঈ ঙৎফবৎ ঘড়. ঝঊঈ/ঈগজজঈউ/২০০৯-১৯৩/১৭৮ ফধঃবফ ঙপঃড়নবৎ ২৭, ২০১৫ অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১০ বার পড়া হয়েছে ।
Tagged