৮ কোম্পানির স্টক ডিভিডেন্ড জমা

সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০ ২:৫০:২২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির স্টক ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারী ওনার্স (বিও) অ্যাকাউন্টে জমা হয়েছে । এগুলো হলো: আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টিউবস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার, ইয়াকিন পলিমার, আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে আলিফ ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ স্টক। আলিফ ম্যানুফ্যাকচারিং ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ স্টক। ন্যাশনাল টিউবস ১০ শতাংশ স্টক, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ স্টক, নূরানি ডাইং অ্যান্ড সোয়েটার ১০ শতাংশ স্টক, ইয়াকিন পলিমার ৫ শতাংশ স্টক। আমরা টেকনোলজি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। আমরা নেটওয়ার্কস লিমিটেড ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১৪ বার পড়া হয়েছে ।
Tagged