কনফিডেন্স পাওয়ার রংপুরের বাণিজ্যিক উৎপাদন শুরু

সময়: মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯ ১:০৭:৫২ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্টের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের ৩টি সহযোগী কোম্পানি রয়েছে। এর মধ্যে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড গত ১২ আগস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। এ প্রতিষ্ঠানের ৯৯ ভাগ শেয়ারের মালিক কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস। অন্যদিকে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংসের ৪১ শতাংশ মালিকানা কনফিডেন্স সিমেন্টের।

কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ১১৩ মেগাওয়াট। এটি একটি ফার্নেস তেল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেডের অন্য দুই বিদ্যুৎকেন্দ্র হল: বগুড়া (২২৬ মেগাওয়াট) এবং চট্টগ্রামে (৫৪ দশমিক ৩৬৩ মেগাওয়াট)। সব মিলিয়ে ৩৯৩ দশমিক ৩৬৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিনি/রী

Share
নিউজটি ৬৭৮ বার পড়া হয়েছে ।
Tagged