walton,

কম্প্রেসারের আন্তর্জাতিক ব্র্যান্ড ক্রয় করেছে ওয়ালটন

সময়: বুধবার, এপ্রিল ৬, ২০২২ ১১:২২:২২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : কম্প্রেসারের একটি আন্তর্জাতিক ব্র্যান্ড ক্রয় করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে কোম্পানিটি ইতালি ৫০ বছরের পুরনো ব্র্যান্ড এসিসি, জানুসি ইলেক্ট্রোমেকানিকা অ্যান্ড ভার্ডিচার এর ইউনিট কিনে নিতে সক্ষম হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত ইউনিটে বছরে ৩২ লাখ ইনভার্টার ও নন-ইনভার্টার কম্প্রেসার উৎপাদন করা সম্ভব। বিশ্বের ৫৭টি দেশে এর ট্রেডমার্ক অনুমোদিত। কারখানা ও ব্র্যান্ড নামের পাশাপাশি কোম্পানির বুদ্ধিবৃত্তিক সম্পদের (প্যাটেন্ট, ডিজাইন ও সফটওয়্যার) মালিকানা পেয়েছে ওয়ালটন।

নতুন ইউনিটের উৎপাদনক্ষমতা যোগ হলে ওয়ালটনের কম্প্রেসার উৎপাদনের সক্ষমতা বেড়ে ৪৮ লাখে উন্নীত হবে। এর ফলে কোম্পানিটি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন বাজারে তার অংশ বাড়াতে সক্ষম হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২০৬ বার পড়া হয়েছে ।
Tagged