২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

করোনা আতঙ্কে ৩ কোম্পানির বোর্ডসভা স্থগিত

সময়: সোমবার, মার্চ ২৩, ২০২০ ৩:৪২:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ইবিএল এবং এশিয়া ইন্স্যুরেন্স। সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশেও বিস্তার শুরু করেছে। এ কারণে কোম্পানিগুলোর পর্ষদ সভা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্রাক ব্যাংক : ব্রাক ব্যাংক লিমিটেডের বোর্ডসভা আগামী ২৫ মার্চ, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে কোম্পানিটি ২২ মার্চ পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটি পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
ইবিএল : ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ মার্চ, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০১৮ সালে কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
এছাড়া এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই কোম্পানিও করোনা আতঙ্কে পর্ষদ সভা স্থগিতের ঘোষণা দিয়েছে।
উল্লেখ, কোম্পানি দুইটির পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫০০ বার পড়া হয়েছে ।
Tagged