কেডিএস এক্সেসরিজের কার্টুন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১ ২:৪৪:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ২৪ অক্টোবর কার্টুন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ। এর আগে কারখানার সিভিল কনস্ট্রাকশনের কাজ এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির অটোমেশিন স্থাপনের পর বিদ্যমান উৎপাদন থেকে বছরে অতিরিক্ত ৩০ লাখ পিস বা ১৫% কার্টুন বক্স উৎপাদন বাড়বে। এতে কোম্পানিটির মাসে অতিরিক্ত বিক্রয় রাজস্ব হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আর বছর শেষে রাজস্ব দাঁড়াবে ২৫ কোটি টাকা।

উল্লেখ্য, কোম্পানিটি ২০২০ সালের ১৪ অক্টোবর এই প্রকল্পে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগের খবর জানিয়েছিল।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৪ বার পড়া হয়েছে ।
Tagged