শেয়ারবাজার থেকে ৯৩ কোটি টাকা সংগ্রহ করবে ইসলাম অক্সিজেন

সময়: মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১ ৩:১০:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৩ কোটি টাকা সংগ্রহ করবে ইসলাম অক্সিজেন লিমিটেড। এজন্য গতকাল সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাতটায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, সবার সহযোগিতা এবং সরকারী পৃষ্ঠপোষকতায় এ পর্যন্ত উন্নতির শিখরে এসে মানব সেবায় বিশেষ অবদান রেখেছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল ইসলাম বলেন, ২০০৯ সালে কোম্পানিটির যাত্রা শুরু হয়। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে লিকুইড গ্যাস ও নতুন ফ্যাক্টরি ভবন নির্মান করবেন। আইপিও’র অবশিষ্ট অর্থ ঋণ পরিশোধ ও আইপিও ব্যবস্থাপনা কাজে ব্যয় করবে। তিনি আরও বলেন, শেয়ারবাজারে এসে কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ভবিষ্যতে ১০০ শতাংশ ডিভিডেন্ড দেয়ার আশ্বাস দিয়েছেন।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৪ বার পড়া হয়েছে ।
Tagged