গেইনার তালিকার শীর্ষে একটিভ ফাইন

সময়: বুধবার, এপ্রিল ২১, ২০২১ ২:০২:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বুধবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একটিভ ফাইন কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একটিভ ফাইন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.২৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৫৪ শতাংশ, বিডি থাইয়ের ৭.৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৩২ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.১৮ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged