গ্রামীণফোনের লেনদেন আজ পুনরায় শুরু

সময়: রবিবার, আগস্ট ৪, ২০১৯ ১১:১৯:৪৬ পূর্বাহ্ণ


বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের ‘এ’ ক্যাটাগরির গ্রামীণফোনের লেনদেন আগামীকাল পুনরায় শুরু হচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, কোম্পানিটি ২০১৯ আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৩৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারদর ৩১৬ টাকা থেকে ৪১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।
সর্বশেষ প্রকাশিত ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৭০ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত ৬ মাসের (জানুযারী-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১২ টাকা ১০ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৫ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে এনএভি ছিল ২৭ টাকা ২৮ পয়সা। সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১২.৯৫। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১২.৬১।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৫৯ বার পড়া হয়েছে ।
Tagged