সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঘুরে ফিরে পতনের বৃত্তে দেশের শেয়ারবাজার

সময়: মঙ্গলবার, নভেম্বর ২, ২০২১ ৫:১৪:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে অবস্থান করছে দেশের শেয়ারবাজার। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ নভেম্বর) ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমলেও বেড়েছে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৬৮ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৯৫৪.৩৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.২৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭৬ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৮.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০৫.৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির বা ৩৯.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ২০১টির বা ৫৩.৪৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ৭.৪৪ শতাংশের।

ডিএসইতে আজ ৩৫ কোটি ৫৭ লাখ ১৪ হাজার ৮৭৭টি শেয়ার ২ লাখ ১৪ হাজার ৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ২৯৫ কোটি ১১ লাখ ৫৫ হাজার ১৯২ টাকা ৫০ পয়সনা। যা আগের কার্যদিবস থেকে ১৯ কোটি ৭২ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৬৩৬ টাকা ২৫ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৩৬ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৪০৪.৬৯ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। সিএসইতে এদিন এক কোটি ৭০ লাখ ১৯ হাজার ৯৫৬টি শেয়ার ১৪ হাজার ৮৩৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৩৩৫ টাকা ৩০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৩৮০ কোটি ৭০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯০ বার পড়া হয়েছে ।
Tagged