তিতাস গ্যাসের এজিএম অনুষ্ঠিত

সময়: রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯ ৮:৫২:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি তিতাস গ্যাস টান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত ২৬ শতাংশ ডিভিডেন্ডসহ ৫টি এজেন্ডা অনুমোদন করেন বিনিয়োগকারীরা।
সভায় কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, সেকেন্ডারি মার্কেটে শেয়ারের দর কত কমছে বা বাড়ছে তা আমাদের দেখার বিষয় নয়। এ ব্যাপারে আমাদের করার কিছু নেই।
তিনি বলেন, আমরা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে কাজ করবো, সেটাই করছি। ধীরে ধীরে কোম্পানির ভালো করার চেষ্টা করছি। এতে আপনারাই লাভবান হবেন।
তিনি আরও বলেন, মার্কেটে অনেক শেয়ার আছে যারা ১৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার পরও শেয়ারের দর কমে যায়। আবার কোনো কোম্পানি লভ্যাংশ না দিলেও শেয়ারের দর অনেক বাড়ে। তাই সেকেন্ডারি মার্কেটের শেয়ার দর নিয়ে আমাদের কিছুই বলার নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক এম. রফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. নজরুল ইসলাম, মো. হাইয়ুল কাইয়ুম ও খান মনিরুল ইসলাম মোস্তাক। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সিএফও, সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged