তিন কোম্পানিকে ডিএসইর শোকজ

সময়: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ১২:২৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানি ৩টিকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, জেমিনি সি ফুডস এবং কোহিনুর কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিগুলোকে শোকজ তদন্ত নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে ওই ৩ কোম্পানি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৮ আগস্ট ২০২২ জেমিনি সী ফুডের দর ছিল ৩১৬ টাকা ৫০পয়সা, ০৬ সেপ্টেম্বর এর দাঁড়ায় ৪৫৩ টাক ৪০ পয়সায়।

গত ৮ আগস্ট ২০২২ সী-পার্ল হোটেলের দর ছিল ৫৬ টাকা ৪০পয়সা, ০৬ সেপ্টেম্বর এর দাঁড়ায় ৬৮ টাক ৯০ পয়সায়।

গত ৮ আগস্ট ২০২২ কোহিনূর কেমিক্যালের দর ছিল ৪০৮ টাকা, ০৬ সেপ্টেম্বর এর দাঁড়ায় ৫৪৮ টাক ৫০ পয়সায়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

Share
নিউজটি ২০৮ বার পড়া হয়েছে ।
Tagged