ব্লক মার্কেট

ব্লক মার্কেটে পৌনে ৬৮ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৪:৫৩:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির পৌনে ৬৮ কোটি টাকার শেয়ার লেনদেনে হয়েছে। কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানফ্যাকচারিং, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বিকন ফার্মা, বেক্সিমকো, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ই-জেনারেশন, ইস্টার্ন হাউজিং, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফরচুন সুজ, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, ইন্দো-বাংলা ফার্মা, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, কোহিনুর কেমিক্যাল, মেট্রো স্পিনিং, মোজাফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রাইম টেক্সটাইল, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির ৫৭ লাখ ৩৭ হাজার ২৩৫টি শেয়ার ১৫৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬৭ কোটি ৮৩ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ২২ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- নাহি অ্যালুমিনিয়ামের ৫ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার, সোনালী পেপারের ৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার, বিকন ফার্মার ৩ কোটি ২২ লাখ ২৬ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২০ লাখ ৪৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৭৬ লাখ ৭৫ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৭১ লাখ ২৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৬৪ লাখ ২৯ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৫৯ লাখ ৭৩ হাজার টাকার, সি-পার্ল হোটেলের ৫৬ লাখ টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৫৪ লাখ ৪০ হাজার টাকার, দেশ জেনারেলের ৩৯ লাখ ৫০ হাজার টাকার, ফরচুন সুজের ৩৬ লাখ ৮৮ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৩১ লাখ ৯৮ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৬ লাখ ৪৬ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ২৩ লাখ ৬২ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ২৩ লাখ ১০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২১ লাখ ৯৯ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ২১ লাখ ৮৬ হাজার টাকার, ই-জেনারেশনের ২০ লাখ ৭২ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১৮ লাখ ৬৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৭ লাখ ৩৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১৬ লাখ ৯৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৩ লাখ ৭৩ হাজার টাকার, ইমাম বাটনের ১২ লাখ ৬৬ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ ১৬ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ১২ লাখ ৪ হাজার টাকার, শাহাজিবাজার পাওয়ারের ১১ লাখ ২১ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১০ লাখ ৩৭ হাজার টাকার, ইন্দো বাংলা ফার্মার ৯ লাখ ২৮ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৯ লাখ টাকার, আরএকে সিরামিকের ৭ লাখ ৭৫ হাজার টাকার, এপেক্স ফুডের ৬ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ৭৬ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টের ৫ লাখ ২৫ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৫ লাখ ৩ হাজার টাকার, গোল্ডেনসনের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৭ বার পড়া হয়েছে ।
Tagged