দুই কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

সময়: বুধবার, আগস্ট ২১, ২০১৯ ১০:৫৩:৩০ পূর্বাহ্ণ


বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। কোম্পানিদুটি হচ্ছে: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ স্পট মার্কেটে কোম্পানি দুটির লেনদেন শেষ হয়েছে। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে গত ২৫ জুলাই ২০১৩ থেকে ২০১৫ এক সঙ্গে এ তিন বছরের বোর্ড সভা করে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত আর্থিক বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার আজ সর্বশেষ ২৪০ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৩৪ টাকা ৬০ পয়সা থেকে ২৮৩ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৫২ টাকা ৬০ পয়সা থেকে ১১৫ টাকা ১০ পয়সায় ওঠানামা করে

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged