দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

দুই ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সময়: রবিবার, জানুয়ারি ২৬, ২০২০ ৫:১৮:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’১৯-ডিসেম্বর’১৯) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সাউথইষ্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড্।
দ্বিতীয় প্রান্তিকে সাউথইষ্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ০.২২ টাকা। এছাড়া ছয় মাসে ইউনিট প্রতি আয় দাঁড়িয়েছে ০.৪৫ টাকা। ৩১ ডিসেম্বর,২০১৯ অনুযায়ী, ফান্ডটির ইউনিট প্রতি এনএভি দাঁড়িয়েছে ১১.৭৮ টাকা এবং ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৫২ টাকা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ০.২১ টাকা। এছাড়া ছয় মাসে ইউনিট প্রতি আয় দাঁড়িয়েছে ০.৪৮ টাকা। ৩১ ডিসেম্বর,২০১৯ অনুযায়ী, ফান্ডটির ইউনিট প্রতি এনএভি দাঁড়িয়েছে ১২.৬০ টাকা এবং ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ০.৫৩ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged