সূচক কমলেও বেড়েছে লেনদেন

ধারাবাহিক দরপতনে আস্থা সঙ্কট বাড়ছে

সময়: মঙ্গলবার, মে ১৭, ২০২২ ৪:৩৮:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত ৫ কার্যদিবস ধরেই ধারাবাহিক দরপতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের শেয়ারবাজারে। এতে বিনিয়োগকারীদের মধ্যে ক্রমেই আস্থা সঙ্কট বাড়ছে। একই সঙ্গে বিনিয়োগকৃত পুঁজি ফেরত পাওয়া নিয়েও আশঙ্কায় রয়েছে তারা। কারণ দিন যতই যাচ্ছে লোকসানের পাল্লা ততই ভাড়ি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজও লেনদেন হয়েছে শেয়ারবাজারে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৪২ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৩.৫০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫২ পয়েন্ট বা ০.১০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৮.৭৬ পয়েন্টে এবং দুই হাজার ৩৬৩.৬৬ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৪৪ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল একহাজার ২৪ কোটি ১৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির বা ২৩.৪৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪৫টির বা ৬৪.৬৪ শতাংশের এবং ৪৫টির বা ১১.৮৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১২১.৩৮ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৪৫.১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ১৯১ বার পড়া হয়েছে ।
Tagged