নতুন উদ্যোক্তার খোঁজে স্মলক্যাপ প্ল্যাটফর্ম নিয়ে সিএসই’র কর্মশালা

সময়: সোমবার, সেপ্টেম্বর ৯, ২০১৯ ৯:০৭:৩১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : নতুন নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের সচেতনতা বাড়াতে স্মলক্যাপ প্লাটফর্মের ওপর একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে ‘চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে’ (সিএসই) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রামে সিএসই’র সম্মলেন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

যেসব পাবলিক লিমিটেড কোম্পানির নূন্যতম মূলধন ৫ কোটি টাকা, এমন প্রতিষ্ঠানগুলো র্শত পূরণ সাপক্ষেে নতুন শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারবে। কীভাবে একজন উদ্যোক্তা পুঁঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবেন সেসব বিষয়ে নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।

এ বিষয়ে সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম ফারুক ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিনকে বলেন’ কে বলেন, ‘স্মলক্যাপ প্লাটফর্মের ওপর একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সিএসই। মূলত এ কর্মশালাটির উদ্দেশ্য হলো- নতুন নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের সচেতনতা বাড়ানো।’

তিনি আরো বলেন, ‘অনেক উদ্যোক্তাদের পর্যাপ্ত মডগেজ থাকে না। ফলে তারা ব্যাংক থেকে লোন পান না। ওই সকল উদ্যোক্তাদের সহায়তা দেবে স্মলক্যাপ প্লাটফর্ম।’

গতকাল রোববার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেমিনারে ছোট মূলধনী কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারবেন। তবে সেমিনারে যারা অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীরা নিজেদের নাম ঠিকানা সধযভুঁ.সড়ৎংযবফ@পংব.পড়স.নফ ইমইেল পাঠালেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।

কর্মশালায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখবেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

নতুন উদ্যোক্তার খোঁজে স্মলক্যাপ প্ল্যাটফর্ম নিয়ে সিএসই’র কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : নতুন নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের সচেতনতা বাড়াতে স্মলক্যাপ প্লাটফর্মের ওপর একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে ‘চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে’ (সিএসই) কর্তৃপক্ষ। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রামে সিএসই’র সম্মলেন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

যেসব পাবলিক লিমিটেড কোম্পানির নূন্যতম মূলধন ৫ কোটি টাকা, এমন প্রতিষ্ঠানগুলো র্শত পূরণ সাপক্ষেে নতুন শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করতে পারবে। কীভাবে একজন উদ্যোক্তা পুঁঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবেন সেসব বিষয়ে নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।

এ বিষয়ে সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম ফারুক ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিনকে বলেন’ কে বলেন, ‘স্মলক্যাপ প্লাটফর্মের ওপর একটি কর্মশালা আয়োজন করতে যাচ্ছে সিএসই। মূলত এ কর্মশালাটির উদ্দেশ্য হলো- নতুন নতুন উদ্যোক্তাদের খুঁজে বের করা এবং তাদের সচেতনতা বাড়ানো।’

তিনি আরো বলেন, ‘অনেক উদ্যোক্তাদের পর্যাপ্ত মডগেজ থাকে না। ফলে তারা ব্যাংক থেকে লোন পান না। ওই সকল উদ্যোক্তাদের সহায়তা দেবে স্মলক্যাপ প্লাটফর্ম।’

গতকাল রোববার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেমিনারে ছোট মূলধনী কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারবেন। তবে সেমিনারে যারা অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আগ্রহীরা নিজেদের নাম ঠিকানা সধযভুঁ.সড়ৎংযবফ@পংব.পড়স.নফ ইমইেল পাঠালেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।

কর্মশালায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সেমিনারে বক্তব্য রাখবেন।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৬৬৫ বার পড়া হয়েছে ।
Tagged