ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, মে ১০, ২০২৩ ২:৫৯:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির প্রকাশিত চলতি ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জীবন বীমা তহবিলের পরিমাণ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বীমা কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ৪৬ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের অর্থছরের একই সময়ে যা বেড়েছিল ১৯ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, গত ৩১ মার্চ শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪৭ কোটি ২৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময় শেষে যা ছিল ৪ হাজার ৪০৫ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার বেড়েছে ৪৪১ কোটি ৪০ লাখ টাকা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

 

Share
নিউজটি ১৮১ বার পড়া হয়েছে ।
Tagged