পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নো ডিভিডেন্ড ঘোষণা

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯ ৭:০৩:৫০ অপরাহ্ণ


৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘জেড’ ক্যাটাগরির পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স। আজ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর রোববার। বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান ও তারিখ পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর ২০১২ আর্থিক বছরের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ও ২০১৬ আর্থিক বছরে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
আজ কোম্পানির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৮ টাকা ২০ পয়সা থেকে ৩১ টাকায় ওঠানামা করে।

দৈনিক  শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ১১২৮ বার পড়া হয়েছে ।
Tagged