পাঁচ ট্রেকহোল্ডারের সিকিউরিটিজ আইন লঙ্ঘন

সময়: বুধবার, জুলাই ২৪, ২০১৯ ৪:২৯:১৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘন করেছে পাঁচ ট্রেকহোল্ডার। এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ৫ দিনের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৯৪তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস্্, এর ৩(৪) ভঙ্গ করা ৫ ট্রেকহোল্ডার হলো- সিনহা সিকিউরিটিজ হাউজ, এমডি. ফখরুল ইসলাম সিকিউরিটিজ হাউজ লিমিটেড, এ এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলো ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত সময়ের নেট ক্যাপিটাল ব্যালেন্স রিপোর্ট স্টক এক্সচেঞ্জে দাখিল করেনি। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস-এর ৩(৪) ধারা ভঙ্গ করেছে। আইন ভঙ্গ করায় ১৯৮৭ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস-এর ৩(৫) ধারা অনুযায়ী ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ডিএসই’কে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ডিএসই তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে আগামী ৫ দিনের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৮ বার পড়া হয়েছে ।
Tagged